সময়ের জনমাধ্যম

সিরিজ জেতার লক্ষ্য বাংলাদেশের, সমতায় ফিরতে চায় আফগানরা

ষড়ঋতুর দেশ বাংলাদেশে, বর্ষার রাণী সিলেট। তবে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে ছয় ঋতুর সে আমেজে খানিকটা ভাটা পড়লেও, এমনিতেই সবুজের চাদর বিছানো সিলেট বর্ষায় দেখা পায় তার পূর্ণ যৌবনের। বৃষ্টির ছোঁয়ায় সবুজ পাতা হয়ে ওঠে আরও সতেজ। চা বাগান, সবুজ টিলার সারি আর ভরা হাওর যেন রূপের পসরা সাজিয়ে বসে। আর এমন সৌন্দর্য উপভোগের সুযোগ হাতছাড়া করেননি বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে ছুটির আমেজে দিন কাটিয়েছেন সাকিবরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দুই দল। তবে তার আগে আনুষ্ঠানিক অনুশীলন রাখেনি বাংলাদেশ। গতকাল দিনটা ছুটি পাওয়ায় তাই দলের অনেকেই ঘুরতে বেরিয়েছেন। শরীফুল ইসলাম, নাসুম আহমেদ যেমন তাঁদের পরিবারসহ রাতারগুল ঘুরে এসেছেন। বাইরে গিয়েছিলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই চাপমুক্ত থেকে খেলার কথা বলেছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে সেটির প্রভাবও দৃশ্যমান হয়েছে। যে আফগানদের বিপক্ষে আগের নয়বারের দেখায় একবারও বাংলাদেশের রান ১৫০ ছাড়ায় নি, তাদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৫৪ রান তাড়া করে জয়! বাংলাদেশের প্রেক্ষাপটে আফগান বোলিংয়ের বিপক্ষে এই রান তাড়া করে জেতা বিশেষ কিছুই। সেই সাথে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানিকে বাস্তবে রূপ দিতে চান লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে এ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। মোস্তাফিজুর রহমানের জায়গায় অন্তর্ভূক্ত হতে পারেন হাসান মাহমুদ। এ বছর এটিই বাংলাদেশ দলের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এই ম্যাচ দিয়ে সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনের। সে ক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে নাসুমকে।

তবে আফগানিস্তানকে টি-টোয়েন্টিতে সিরিজ হারানোর সুযোগ এবারই প্রথম নয়। গত বছরও বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ড্র করেন রশিদরা। এবারও নিশ্চয়ই সে লক্ষ্য আফগানদের। গতকাল দলের কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলন করেছেন। আফগানদের বোলিং আক্রমণ বৈচিত্রময় ও শক্তিশালী হলেও, দলটির দুশ্চিন্তার জায়গা টপ অর্ডারের ব্যাটিং।

নতুন মানসিকতার এই বাংলাদেশ অবশ্য এসব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সবশেষ কয়েকটি সিরিজে লড়াইয়ের যে মানসিকতা দেখিয়েছেন ক্রিকেটাররা, তাতে নতুন আশার সঞ্চার করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। এখন দেখার অপেক্ষা আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পাবেন সাকিব-লিটনরা, না কি লিখবেন আরেকটি হতাশার গল্প।