সময়ের জনমাধ্যম

লর্ডসে অপমানিত স্মিথের মা-বাবা, নিরাপত্তা বাড়ছে হেডিংলিতে

লর্ডস টেস্ট জয়ে চলমান অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে জনি বেয়ারস্টোর স্টাম্পিং কাণ্ডে বিতর্ক থামছেই না। লর্ডস টেস্টের পঞ্চম দিনের একটি ঘটনা এবার নতুন করে সে বিতর্ক উসকে দিয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান জানিয়েছে, শেষদিন গ্যালারিতে খেলা দেখতে আসা অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথের মা-বাবাকে অপমান করেছিলো ইংলিশ সমর্থকরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বেয়ারস্টোর আউটের পর ইংলিশ দর্শকেরা এতটাই মারমুখী হয়ে উঠেছিলেন যে তাঁদের গালাগালির কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ব্যাটসম্যান স্টিভেন স্মিথের মা-বাবা গ্যালারি ছাড়তে বাধ্য হন। তবে তারা যে স্মিথের মা-বাবা সেটি জানতেন না ইংলিশ সমর্থকরা। অস্ট্রেলিয়ান হওয়ার কারণেই তাদের ইংলিশ সমর্থকদের রোষানলে পড়তে হয়েছিলো। শুধু তারাই নন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন স্টাফের ১১ বছর বয়সী ছেলেকেও ‘অস্ট্রেলিয়ান’ বলে গালিগালাজ শুনতে হয়েছে। ১১ বছরের বাচ্চা ছেলেটি ইংলিশ দর্শকদের মুখ থেকে ধেয়ে আসা গালি হজম করে উঠতে পারেনি। একপর্যায়ে সে কেঁদেই ফেলে।

যে কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে অতিরিক্ত নিরাপত্তাও চেয়েছে। স্বাগতিকদের পক্ষ থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেয়া হয়েছে। সে লক্ষ্যে হেডিংলি টেস্ট শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হেডিংলি মাঠের মালিকানা ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের। তারা টেস্ট শুরুর আগে নিরাপত্তাব্যবস্থার ফাঁকফোকরগুলো বন্ধ করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের সঙ্গে তারা বৈঠকও করেছে।

এর আগে, বেয়ারস্টোর সেই বিতর্কিত আউটের পর লংরুম পেরিয়ে মধ্যাহ্নবিরতির জন্য ড্রেসিংরুমে ফেরত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের কয়েকজন সদস্য। সে ঘটনায় এমসিসিকে হস্তক্ষেপ করতে হয়েছে, শাস্তি দিতে হয়েছে ওই ঘটনায় জড়িত থাকা সদস্যদের। সমর্থকদের মাত্রা ছাড়িয়ে না যাওয়ার অনুরোধ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও।