সময়ের জনমাধ্যম

মেসি-বেনজামাদের টানতে সৌদি ক্লাবগুলোর তৎপড়তা

ইউরোপিয় ফুটবলে ২০২২-২৩ মৌসুমের মাঠের লড়াই শেষ হলেও, শুরু হয়েছে দলবদলের ব্যস্ততা। ইউরোপের ক্লাবগুলো গ্রীষ্মকালীন দলবদলকে কেন্দ্র করেই খেলোয়াড় কেনা-বেচা করে থাকে। ভবিষৎ দল গঠনের জন্য প্রয়োজনীয় ফুটবলারদের দলে ভেড়ানোর পাশাপাশি অনেক ফুটবলারদের ছেড়ে দিয়ে আর্থিকভাবেও নিজেদের ভিত শক্ত করে থাকে ক্লাবগুলো। এবারের গ্রীষ্মকালীন দলবদলে ফুটবল প্রেমীদের আগ্রহ একটু বেশিই। কারণ তরুণ ও উদীয়মানদের পাশাপাশি এই উইন্ডোতে ভবিষৎ গন্তব্য ঠিক হবে লিওনেল মেসি-করিম বেনজেমাদের মতো বেশ কয়েকজন তারকা ফুটবলারের।

এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সাথে ১৪ বছরের সম্পর্কের ইতি টেনেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। রিয়ালের এই মধ্যমণির বিদায়ের পর ভক্তরাও অপেক্ষায় আছেন বেনজেমার নতুন ঠিকানা কোথায় হবে তা জানতে। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের খবর সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে সৌদি আরবে পা দিতে যাচ্ছেন বেনজেমা।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের সাথে আলোচনাও সম্পন্ন হয়ে গেছে এই ফরাসি ফুটবলারের। অবসরের ঘোষণা দেয়ার পর দুই বছরের চুক্তিতে বেনজেমাকে দলে টানতে মাদ্রিদে পৌঁছে গেছেন আল ইত্তিহাদের সভাপতি ও সহ সভাপতি। বেনজেমার সঙ্গে ইত্তিহাদের বিশাল অঙ্কের চুক্তির বিস্তারিত দ্রুতই প্রকাশিত হবে বলে উল্লেখ করা হয় তাদের প্রতিবেদনগুলোতে।

এদিকে, পিএসজির সাথে চুক্তি নবায়ন না করায় ফ্রী এজেন্ট হয়ে যাওয়া লিওনেল মেসির দিকে চোখ দিয়েছে আরেক সৌদি ক্লাব আল হিলাল। পিএসজির ঘোষণার পরদিনই প্যারিসে হাজির সৌদি আরবের ক্লাব আল হিলালের শীর্ষ কর্তারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে ফেলতেই প্যারিসে পা রেখেছেন আল হিলালের কর্মকর্তারা। মেসির সাথে দুই বছরের চুক্তি করতে রেকর্ড পরিমাণ অর্থের প্রস্তাব দেবে ক্লাবটি। তবে মরুর বুকে এই আর্জেন্টাইনের পা পড়বে কি না তা জানতে আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে ফুটবল প্রেমীদের।