সময়ের জনমাধ্যম

মস্কোতে একাধিক ভবনে ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে স্বীকার করেছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি জানিয়েছেন, হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। খবর আল-জাজিরার।

এক বিবৃতিতে মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ‘ড্রোনের আঘাতে একাধিক ভবনে সামান্য ক্ষতি হয়েছে। খবর পাওয়া মাত্রই শহরের সব জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হননি।’

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত মস্কো। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখানে ড্রোন হামলার ঘটনা বিরল। যদিও যুদ্ধ শুরুর পর রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত হামলার খবর পাওয়া যাচ্ছে।

রাশিয়া প্রশাসন বলছে, ইউক্রেন রাজধানী মস্কোতে আটটি ড্রোন হামলা চালালেও দেশটির নিরাপত্তারক্ষীরা সেগুলোকে গুলি করে লক্ষ্যচ্যুত করেছে। ফলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। তবে আক্রান্ত ভবনগুলোর নীচে থাকা কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রাম চ্যানেলে দাবি করেন, মস্কোর দিকে যাওয়ার সময় বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে নিরাপত্তা বাহিনী।

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত কয়েকদিন টানা রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই এ ঘটনা ঘটেছে মস্কোয়।