সময়ের জনমাধ্যম

রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ওয়ানডে ক্রিকেটের রোমাঞ্চ ঠিক এমনই, শেষ মুহূর্ত পর্যন্ত বলা যায় না ফলাফল কী হবে। প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা গেল ঠিক তা-ই। শেষ উইকেট পর্যন্ত লড়াই করেও জয়ের হাসি হাসলো বাংলাদেশ।

শুক্রবার (৫ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ বল বাকি থাকতে ২৩২ রানে গুটিয়ে যায়। ফলে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল বাংলাদেশ। সিরিজ নির্ধারণ হবে ৮ জুলাই ক্যান্ডির পাল্লেকেলেতে শেষ ম্যাচে।

শ্রীলঙ্কার ইনিংসের নায়ক ছিলেন জানিথ লিয়ানাগে। ৯৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর একাই দলকে টেনে তোলেন তিনি। নবম উইকেটে দুষ্মন্ত চামিরার সঙ্গে গড়েন ৫৮ রানের জুটি। লিয়ানাগের ৮৫ বলে ৭৮ রানের ইনিংসটিই শ্রীলঙ্কাকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। মোস্তাফিজুর রহমানের বলে লিয়ানাগে ক্যাচ দিয়ে ফিরলে শ্রীলঙ্কার আশা শেষ হয়ে যায়।

মোস্তাফিজের বল একটু থেমে আসে, ফ্লিক করতে গিয়ে ব্যর্থ লিয়ানাগের ব্যাট, সহজ ক্যাচ মোস্তাফিজের হাতে। গ্যালারিতে তখন নেমে আসে হতাশার নীরবতা।

৩ ৯ রানে ৫ উইকেট শিকারে ম্যাচসেরা তানভীর

বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তরুণ স্পিনার তানভীর ইসলাম। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ৩৯ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার টপ অর্ডারে ধস নামান তিনি। পেসার তানজিম হাসানও গুরুত্বপূর্ণ সময়ে চামিরাকে বোল্ড করে জয়ে বড় ভূমিকা রাখেন। অফ স্পিনার শামীম হোসেন ৯ ওভারে মাত্র ২২ রান দিয়ে আসালাঙ্কার মূল্যবান উইকেটটি তুলে নেন।

ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে উজ্জ্বল ছিলেন ওপেনার পারভেজ হোসেন (৬৯ বলে ৬৭) ও তাওহিদ হৃদয় (৬৯ বলে ৫১)। তবে ইনিংসের মাঝপথে বাজে শট খেলে বাংলাদেশি ব্যাটারদের সাজঘরে ফেরার মিছিলে বড় স্কোর করার সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হয় টাইগাররা। শেষ দিকে তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানের ২৪ বলে ৩০ রানের শেষ উইকেট জুটিতে বাংলাদেশের ইনিংস থামে ২৪৮ রানে। এই জয়ে বাংলাদেশ শুধু সিরিজে সমতা ফেরায়নি, প্রেমাদাসায় শ্রীলঙ্কার জয়ের ধারাও থামিয়ে দিল। এই মাঠে গত পাঁচ ম্যাচে টস জিতে আগে ব্যাট করা দল জিতেছে এবং সবগুলোতেই আগে ব্যাট করা দলটি ছিল শ্রীলঙ্কা। এবার স্বাগতিকদের জয়ের সেই ধারা ভেঙে আগে ব্যাট করে জিতলো বাংলাদেশ।

আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল আজই ক্যান্ডির উদ্দেশে রওনা দেবে। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে এখন অপেক্ষা শেষ লড়াইয়ের।