সময়ের জনমাধ্যম

বিএনপি নির্বাচনে এলে ভোটের সময় বাড়ানোর বিবেচনা ইসির

বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে কমিশন তাদের সে সুযোগ তৈরি করে দেবে। এমনকি নির্বাচনের সময় বাড়ানোরও চিন্তা করবে নির্বাচন কমিশন। সোমবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা বলেন, আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন কঠোর থাকবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করতে ইসির সর্বোচ্চ চেষ্টা থাকবে।

এর আগে ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে। ভোট হবে ৭ জানুয়ারি। তবে
এই তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো ।