সময়ের জনমাধ্যম

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বগুড়া-৭ আসনের (গাবতলী-শাহজাহানপুর) সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত ওমর ফারুককে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা ডোমনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হন।

এর আগে সম্প্রতি ওমর ফারুকের দু হাতে রামদাসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ডিবি পুলিশ বলছে, দেশীয় অস্ত্র দিয়ে প্রভাব ও ভয়-ভীতি প্রদর্শন করে বেড়ানোর গোপন তথ্যের ভিত্তিতে ওমর ফারুক গ্রেফতার হয়েছেন।

৪০ বছর বয়সী ওমর ফারুক শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর দেওয়ানপাড়া মৃত আব্দুর রশিদের ছেলে এবং মাঝিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানায়, ওমর ফারুক বগুড়া-৭ আসনের (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর দেহরক্ষী হিসেবে পরিচিত। যেকোনো অনুষ্ঠানে সংসদ সদস্যের সঙ্গে তাকে দেখা যায়। এই পরিচয়ের পাশাপাশি ওমর ফারুক রামদা, হাসুয়া নিয়ে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে বেড়াতেন। তার এসব কর্মকাণ্ডে স্থানীয় লোকজন অতিষ্ঠ ছিলেন। কিন্তু স্থানীয় সংসদ সদস্যের কাছের লোক হওয়ায় কেউ কিছু বলার সাহস পান না। এমনকি সংসদ সদস্যের শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে রামদা হাতে নিয়ে ওমর ফারুকের ঘোরাফেরার ছবি ফেসবুকেও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর বলেন, ফারুক এমপির নির্দেশে নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। তার ভয়ে এলাকার লোক অতিষ্ঠ।

তবে ওমর ফারুকের দেহরক্ষীর বিষয়টি অস্বীকার করে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। তিনি বলেন, এরকম অনেক মানুষই তার পিছনে থাকেন। ফারুক রাজনীতি করেন এবং মাঝিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগে তার নাম থাকার বিষয়টি স্বীকার করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হক জুয়েল। কিন্তু মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি এখনও অনুমোদন হয়নি।

জিয়াউল হক জুয়েল বলেন, ওমর ফারুকের অনেক আগে থেকেই রেজাউর করিম এমপির হয়ে কাজ করেন। এমপির কাজ করতে গিয়ে ঝামেলায়ও জড়িয়েছে। তবে আগে তার বিষয়ে খারাপ রিপোর্ট থাকলে কমিটিতে রাখা হতো না।

ডিবির ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল ওমর ফারুক দেশীয় অস্ত্র প্রদর্শন করে স্থানীয়ভাবে ভয়-ভীতি দেখাতেন। এই তথ্যের ভিত্তিতে তাকে দুটি দেশীয় অস্ত্র রামদাসহ গ্রেফতার করা হয়।