সময়ের জনমাধ্যম

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়, বিজেপির ভরাডুবি

বিপুল ভোটে পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জিতেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে রেকর্ড জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে ভরাডুবি হয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপির। ভোটের হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকলেও তৃণমূলের থেকে অনেক পিছিয়ে আছে বিজেপি। সেই সাথে রাজ্যের উত্তরবঙ্গে ঘাঁটিও হাতছাড়া হতে যাচ্ছে বিজেপির।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার ভারতীয় সময় সকাল ১০টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে এখন পর্যন্ত তৃণমূল জিতেছে ৩০ হাজার ৩৯১টি আসন। বিজেপি ৮ হাজার ২৩৯, বাম দল ২ হাজার ৬৫৭ এবং কংগ্রেস জিতেছে ২ হাজার ১৫৮টি আসন। পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৩ হাজার ৭৬১টি, বিজেপি ৪৬৮টি, কংগ্রেস ১০২টি ও বাম দল ১০০টি আসনে জয়লাভ করেছে। আর ২০টি জেলা পরিষদের মধ্যে গতকাল রাত ১২টার হিসাব অনুযায়ী তৃণমূল ১২টিতে জয়লাভ করে। অন্য জেলা পরিষদের ফলাফল এখনো জানা যায়নি।

সবশেষ ২০১৮ সালের নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসন বিনা যুদ্ধে জিতেছিলেন শাসক দল তৃণমূলের প্রার্থীরা। বাকি আসনেও সিংহভাগ দখল করেছিলো দলটি। তবে এবার বিজেপি, কংগ্রেস ও বাম দলের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। রাজ্যের বিরোধী জোটের দাবি, ভোট কারচুপি, জাল ভোট ও ব্যালট ছিনতাই করেছে শাসক দল তৃণমূল। যদিও বিরোধীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে শাসক দল তৃণমূল।

এবারের নির্বাচনে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। ফল গণনার দিনে দক্ষিণ ২৪ পরগনায় একজনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিহত ব্যক্তি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ কর্মী ছিলো বলে জানা যায়।

Reendex

Must see news