সময়ের জনমাধ্যম

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার

ভারতের পররাষ্ট্র সচিব (পূর্ব) সৌরভ কুমার এক দিনের সফরে বৃহস্পতিবার সকালে ঢাকায় এসেছেন। ভারতের পররাষ্ট্র সচিবের সফরে বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) এবং দুইপক্ষের সম্পর্কের একাধিক ইস্যু গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বন্দরে ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক। এই সময় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই থাইল্যান্ডে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সেখানে বাংলাদেশ ও ভারতের অবস্থান কী হবে জানতে এবং জানাতে এ সফরে আসছেন সৌরভ। সফরকালে দুপুরে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় সচিব। সফর শেষে শুক্রবার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের।

গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্র সচিবের (পূর্ব) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া সৌরভ আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।