সময়ের জনমাধ্যম

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেটি অনুষ্ঠিত হয়নি।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় ম্যাডামের চিকিৎসা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

তবে, চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে খালেদা জিয়ার শরীরে জ্বর নেই। কিন্তু লিভার জটিলতা পুরোপুরি সমাধান হয়নি। তাই আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর সিদ্ধান্ত হবে- আর কতদিন তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। মেডিকেল বোর্ড প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। তবে খালেদা জিয়া এখনও কেবিনে ভর্তি আছেন বলে জানিয়েছে বিএনপি।

হঠাৎ সম্মেলন ডেকে আবার তা স্থগিত করার বিষয়ে বিএনপি’র কেউই খোলাসা করে কথা বলেননি।