সময়ের জনমাধ্যম

ঈশ্বরদীতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২জুলাই) দুপুরে ঈশ্বরদীর মুলিডুলি আখফার্ম ফটক সংলগ্ন দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া উপজেলার মুলাডুলি শেখপাড়ার সুমন আলীর কন্যা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শিশুটি তার মা’র সাথে একটি ব্যাটারিচালিত ভ্যানে চড়ে মুলাডুলি থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। পথে দাশুড়িয়ার দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি প্রাইভেট কারের সাথে ভ্যানটিকে সংঘর্ষ হয়। এসময় ভ্যানে থাকা শিশু লামিয়া তার মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ দুর্ঘটনায় আরও আহত হন শিশুটির মা সাথী খাতুন (৩০) ও ভ্যান চালকসহ আরও তিন যাত্রী।

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার স্যানাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতের উদ্ধার করে। গুরুতর আহত সাথী খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভ্যান ও প্রাইভেট কারের চালকের খোঁজ পাওয়া যায়নি।

ওসি আরও জানান, শিশুটির মৃতদেহ তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও ভ্যান জব্দ করে হাইওয়ে থানায় আনা হয়েছে। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হবে।