যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ডেপুটি রেজিস্ট্রার (স্টেট ও নিরাপত্তা শাখা) মোঃ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সিং জনবল হিসেবে কর্মরত পাঁচজন অনুপস্থিত কর্মচারীর নামে ভুয়া বেতনশিট তৈরি ও সিকিউরিটি সার্ভিস কোম্পানি বিএসএস এর সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব সাংবাদিকদের ভুয়া বেতন বিলের অভিযোগে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলমকে আহ্বায়ক ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হককে তদন্ত কমিটির সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ও মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার এবং ইএসটি বিভাগের সহযোগী অধ্যাপক ও তাপসী রাবেয়া হলের প্রভোস্ট নাজনীন নাহার।
গত ফেব্রুয়ারি মাসে পাঁচজন কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকলেও তাদের নামে হাজিরা দেখিয়ে বেতনশিট তৈরি করা হয় এবং তা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিশোধ করা হয়। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর কবির বিএসএস কোম্পানির সঙ্গে যোগসাজশে মোটা অঙ্কের কমিশন গ্রহণ করেন বলে অভিযোগ আছে।
এছাড়া মার্চ মাসের বেতনশিট যাচাইয়ের সময় তিনজন কর্মচারীর স্বাক্ষর নিয়ে অডিট আপত্তি তোলে বিশ্ববিদ্যালয়ের অডিট সেল। একজন কর্মচারীর নামের স্থানে অন্যজনের স্বাক্ষর এবং অপর দুইজনের স্বাক্ষরের সঙ্গে মূল স্বাক্ষরের গড়মিল পাওয়া যায়।