সময়ের জনমাধ্যম

আগামী বছর জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ শুরুর আগে এখনো প্রায় বছরখানেক বাকি। তবে এরইমধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আগামী বছর ৪ জুন শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শ্রেষ্ঠত্বের লড়াই। ২০ দলের লড়াই শেষে ৩০ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, দুই দেশের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ৫৫টি ম্যাচ। এরমধ্যে ওয়েন্ট ইন্ডিজের ৬টি ভেন্যুর সাথে যুক্তরাষ্ট্রের ৪টি স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে বিশ্বকাপের টিকিট পাওয়া দলগুলো। আইসিসির পূর্ণ সদস্য না হয়েও প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, আইসিসির একটি প্রতিনিধিদল এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে কিছু ভেন্যু পরিদর্শন করেছে। ফ্লোরিডার লডারহিল আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের স্বীকৃতি পেলেও অন্য তিনটি ভেন্যু মরিসভিল, ডালাস, নিউইয়র্ক এখনো আইসিসির সবুজ সংকেত পায়নি। তবে আইসিসির নিয়ম অনুযায়ী এটি বাধ্যতামূলক। মরিসভিল ও ডালাসে অনুষ্ঠিত হচ্ছে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট। দুই আয়োজক দেশের সাথে আলোচনা করে দ্রুতই ডালাসের গ্র্যান্ড প্রেইরি, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউইয়র্কের ফন কোর্টল্যান্ড পার্কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

এরইমধ্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে ১২টি দল। স্বাগতিক হওয়ায় বাছাইপর্ব খেলতে হচ্ছে না যুক্তরাষ্ট্রকে। আঞ্চলিক বাছাইপর্ব থেকে চলতি সপ্তাহে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া থেকে আরও দুটি দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

সর্বশেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুষ্ঠিত হবে ভিন্ন ফরম্যাটে। ২০টি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে। সেখান থেকে সেমিফাইনালের লড়াই শেষে শীর্ষ দুটি দল মুখোমুখি হবে ফাইনালে।