‘এক ভুলেই ধ্বংস হতে পারে বাংলাদেশের ক্রিকেট’: মদন লালের বিস্ফোরক মন্তব্য

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তাল ক্রিকেট অঙ্গন। ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল আইসিসির এই পদক্ষেপকে ‘শতভাগ সঠিক’ বলে আখ্যা দিয়েছেন।
বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মদন লাল বাংলাদেশের এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “বিশ্বকাপের মতো বড় মঞ্চ বর্জন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হয়নি। বাংলাদেশ অনেক বড় ভুল করেছে। আপনি যদি এত বড় ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন, তবে আইসিসি তো ব্যবস্থা নেবেই। তারা স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে একদম সঠিক কাজ করেছে।”
তার মতে, এই একটি ভুলের কারণে বাংলাদেশের ক্রিকেটে যে দীর্ঘমেয়াদি ক্ষতি হলো, তা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এর প্রভাব কেবল বর্তমান আসরেই সীমাবদ্ধ থাকবে না, বরং পরবর্তী বিশ্বকাপগুলোতেও বাংলাদেশকে বড় ধরনের সংকটে ফেলতে পারে।
আইসিসির বোর্ড সভায় বিসিবির কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী এই তারকা। তিনি জানান, বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ভোট পড়েছে মাত্র দুটি, যেখানে বিপক্ষে ছিল ১৪টি ভোট। মদন লাল বলেন, “সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবির ভাবা উচিত ছিল তাদের হাতে কতগুলো ভোট আছে। অন্তত ৫-১০টি ভোট পেলেও একটা কথা ছিল। এই শোচনীয় পরাজয় বিসিবির কূটনৈতিক ব্যর্থতাই স্পষ্ট করে।”
সাক্ষাৎকারে একটি চাঞ্চল্যকর দাবি তুলেছেন মদন লাল। তার মতে, বাংলাদেশ সম্ভবত পাকিস্তানের প্ররোচনায় এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “পাকিস্তান নিজে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলছে, অথচ তারা বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করল। বাংলাদেশ কেন তাদের কথা শুনতে গেল? এটি একটি বিশাল বাণিজ্যিক ক্ষতিও বটে।”
নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন করেছিল। কিন্তু আইসিসি সেই দাবি সরাসরি নাকচ করে দেয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে গত শনিবার আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করার ঘোষণা দেয় আইসিসি।


















