বিসিবি’র অর্থ কমিটির প্রধানের পদ গেল নাজমুলের, ক্রিকেটারদের দাবি পদত্যাগের

প্রথমে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে মন্তব্য করা, এরপর অন্য ক্রিকেটারদের নিয়েও বিতর্কিত মন্তব্য করে ক্রীড়াঙ্গনে তোলপাড় সৃষ্টি করা এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়েছে বিসিবি। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই খবর নিশ্চিত করেছেন।
তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনো পদত্যাগ করেননি নাজমুল। তার পদত্যাগের দাবিতে খেলা বর্জন করে বিকেলে সংবাদ সম্মেলনে নিজেদের অনড় অবস্থান জানান ক্রিকেটাররা। এই পরিচালক পদত্যাগ করার আগে মাঠে না ফেরার কথা জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের তিন সংস্করণের তিন অধিনায়কসহ শীর্ষ ক্রিকেটাররা।
এদিকে, ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।
তাকে অর্থ কমিটিতে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে কিনা তা নিশ্চিত নয়। গত রাতেও তাকে স্থায়ী কমিটি থেকে সরিয়ে কেবল পরিচালক হিসেবে রাখার প্রস্তাব দেয়া হয় ক্রিকেটারদের। তবে ক্রিকেটাররা নাজমুলের পদত্যাগের দাবিতেই অনড় থাকেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আপত্তিকর মন্তব্য করায় নাজমুলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার ভেতর তাকে জবাব দিতে বলা হয়েছে।


















