এলেন, দেখলেন আর মুগ্ধ হলেন গিলবার্তো সিলভা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি নিয়ে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার গিলবার্তো সিলভা। প্রথমবার বাংলাদেশে এসে বেজায় খুশি ব্রাজিলিয়ান লিজেন্ড।
জনপ্রিয় পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলার উদ্যোগে বুধবার বাংলাদেশে এসেছে ২০২৬ বিশ্বকাপের ট্রফি। ফিফার দূত হিসেবে ট্রফির সঙ্গে এসেছেন ব্রাজিলের হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপজয়ী সিলভা। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
‘বাংলাদেশে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, এখানে এটি আমার প্রথম সফর এবং উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদের ধন্যবাদ। ফিফা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং কোকা-কোলার পক্ষ থেকে আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। এটি একটি চমৎকার মুহূর্ত। আমার মনে হয়, বিশ্বকাপের আসল ট্রফি বাংলাদেশে আসা…এই আইকনিক ট্রফিটি নিয়ে আসা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটি বিষয়।’
‘ফিফা এবং আমাদের জন্য এখানে আসা…ট্রফি নিয়ে আসতে পারা আমাদের জন্য অনেক সম্মানের। আমি আশা করি, এটি তরুণ প্রজন্মকে খেলাধুলায় অংশ নিতে, বিশেষ করে আমাদের প্রিয় খেলা ফুটবল খেলতে অনুপ্রাণিত করবে।’
৪৯ বছর বয়সী গিলবার্তো সিলভা বর্তমানে ফিফার দূত। নিজ দেশের পক্ষে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছেন আরও দুই যুগ আগে। তবে এই ট্রফি এখনও তাঁকে অনুপ্রাণিত করে।
‘আজ অবধি, যখনই আমি এই ট্রফিটি দেখার সুযোগ পাই এবং এখনকার মতো এতো কাছ থেকে দেখার সুযোগ হয়, এটি আমাকে অনুপ্রাণিত করে। এটি আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং যতটা সম্ভব ফুটবলকে উপভোগ করার অনুপ্রেরণা দেয়, পাশাপাশি এই সুন্দর খেলাটির দূত হিসেবে কাজ করার উৎসাহ দেয়।’
বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের ট্রফি যাত্রা শুরু করেছিল সৌদি আরব থেকে। অনেক দেশ ঘুরে বুধবার বাংলাদেশে এসেছে ট্রফিটি। সন্ধ্যায় ট্রফিটি রওনা দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে।
এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। ২০০২ সালে প্রথম এসেছিল। এরপর ২০১৩ সালে ও সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে এসেছিল। তবে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সময় ট্রফি আসেনি বাংলাদেশে।


















