তারেক রহমানের সাথে ভারতসহ চারদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির গুলশান কার্যালয়ে দলের চেয়ারপারসন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক ও মিশরের হাইকমিশনারের সাথেও বৈঠক করেন তারেক রহমান।
দলীয় সুত্রে জানা গেছে, বৈঠকগুলোতে আগামী নির্বাচন ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এদিন বিএনপির যুগপৎ আন্দোলনের শরীক দল জমিয়তে ওলামায়ে ইসলামের নেতারাও সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করেন মরহুম ফজলুল হক আমিনির দল ইসলামী ঐক্যজোটের নেতারা।
সাক্ষাৎ শেষে জমিয়তে ওলামায়ে নেতারা জানান, নির্বাচনী আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে যে কোন ধরনের সমস্যা সমাধানে সহযোগিতার আশা প্রকাশ করেছেন তারেক রহমান। ধানের শীষকে বিজয়ী করতে তাদের দলীয় শক্তি সর্বোচ্চ পাশে থাকবে বলেও জানান শরীক দলের নেতারা।


















