টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার দুপুরে চূড়ান্ত দল ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। লিটন দাসের নেতৃত্বে স্কোয়াডে সহ-অধিনায়ক থাকছেন সাইফ হাসান। ১৫ জনের স্কোয়াডে পাঁচজন পেসার রেখেছে বাংলাদেশ। স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার আছেন তিনজন। তবে বাদ পড়েছেন ছন্দ হারানো ব্যাটার জাকের আলী।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৫ ইনিংসে কোন ফিফটি নেই জাকেরের। নেই দলের প্রয়োজনে বিশেষ অবদানও। সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছেন নিয়মিত, কখনো থিতু হলেও খেলেন মন্থর গতিতে। জাকেরের দুর্দশা চলছে ঘরোয়া ক্রিকেটেও।
জাকের না থাকায় মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের পাশাপাশি আছেন শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। তারা দুজনেই অবশ্য লোয়ার মিডল অর্ডারেই খেলতে অভ্যস্ত। বাংলাদেশ দল অবশ্য ভাবছে ভিন্নভাবে। সাইফ হাসানকে তানজিদ হোসেন তামিমের সঙ্গে ওপেন করিয়ে পারভেজ হোসেন ইমনকে চারে বিবেচনা করছে দল।
আলোচনা থাকলেও পেস আক্রমণে সুযোগ মেলেনি রিপন মন্ডলের। সেখানে আছেন নিয়মিতরাই। মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব শরিফুল ইসলামের সঙ্গে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরুর কথা। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাবে লিটন দাসের দল।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম।


















