নিউমোনিয়ায় আক্রান্ত ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ও গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেনকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৮ বছর বয়সী সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ‘ড. কামাল হোসেনের নিউমোনিয়া ধরা পড়েছে। অবস্থা গুরুতর, এখন এইচডিওতে ভর্তি আছেন। উনার শারিরিক অবস্থা খুবই দুর্বল। উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।’
কামাল হোসেন সর্বশেষ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন। সেখানে ভিআইপি গেইট তাঁকে প্রবেশ করতে না দেওয়ায় তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে।
তিনি বলেন, ‘দেশের সংবিধানপ্রণেতা, একজন ভিআইপি পার্সনকে ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। বহু ধকল পার করে জনসাধারণের মধ্যে দিয়ে এই অসুস্থ শরীর নিয়ে তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন। এজন্য তার শরীর কিছুটা দুর্বল হয়েছে।’
এর আগে গত ৯ সেপ্টেম্বর নানা অসুখ ও বার্ধক্যজনিত জটিলতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল হোসেন। সেবার তার ইউরিনারি ব্লাডারে একটি অস্ত্রোপচার হয়।
১৯৯৩ সালে তার গণফোরাম প্রতিষ্ঠা করেন ড. কামাল হোসেন। সবশেষ ২০২৪ সালে দলের নতুন কমিটিতে কামাল হোসেনকে এমিরেটাস সভাপতি বানানো হয়। মোস্তফা মোহসীনকে করা হয় সভাপতি; সাধারণ সম্পাদক হন মো. মিজানুর রহমান। কামাল হোসেন তার পাঁচ দশকের রাজনৈতিক জীবনের ইতি টানেন ২০২৩ সালের ২৭ অক্টোবর।


















