খালেদা জিয়ার মৃত্যু রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি করলো: ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো, যা কখনোই পূরণ হওয়ার নয়। এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল।
কান্নাজড়িত কণ্ঠে ফখরুল বলেন, কখনো ভাবিনি এমন একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে। এবারও আমরা আশা করেছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন।
তিনি আরও বলেন, আপনারা সবাই জানেন, আমাদের গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক, এই ক্ষতি অপূরণীয়। তার শূন্যস্থান এই জাতি কখনো পূরণ করতে পারবে না।
খালেদা জিয়া সারাজীবন জনকল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের মতো যারা তাঁর রাজনৈতিক সহকর্মী ছিলাম, তাদের পক্ষে খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের কথা কল্পনাও করা সম্ভব নয়। দেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনেও সৃষ্টি হলো এক অপূরণীয় শূন্যতা।
খালেদা জিয়ার জানাজা ও দাফনসংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করতে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

















