তাপমাত্রা কমে সৌদি আরবের উত্তর ও মধ্যাঞ্চলে তুষারপাত

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় সৌদি আরবের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারপাত দেখা গেছে। গত বুধবার ও বৃহস্পতিবার বিরূপ আবহাওয়ার কারণে মরুভূমি-ঘেরা পাহাড় ও উঁচু এলাকাগুলো তুষারে ঢেকে গেছে বলে খবর জানিয়েছে আরব নিউজ।
সৌদি প্রেস এজেন্সির তথ্য বলছে, দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের প্রায় ২ হাজার ৬০০ মিটার পাহাড় তুষারে ঢাকা পড়েছে। হাইল অঞ্চলের কিছু অংশ এবং রাজধানী রিয়াদের উত্তরেও তুষারপাতের খবর পাওয়া গেছে।
এছাড়া রিয়াদ, কাসিম, আলউলা ও আশপাশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি আরব নিউজকে জানান, এ ধরনের তুষারপাত সৌদি আরবে খুবই বিরল ঘটনা এবং দীর্ঘ সময় পর এমন দৃশ্য দেখতে পেয়েছে দেশটির মানুষ।
আরব নিউজের জানিয়েছে, তুষারপাত দেখতে বহু মানুষ ভিড় করছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিরূপ আবহাওয়ার প্রেক্ষাপটে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সবাইকে উপত্যকা ও খোলা এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।


















