মহান মুক্তিযুদ্ধের বিষয়ে কোনও আপস করব না: ফজলুর রহমান


একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিষয়ে কোনও আপস করবেন না বলে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি আরও বলেছেন, যেদিন থেকে জামায়াত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকে আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি।
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রহমান আরও বলেন, বিদেশ থেকে তাকে হত্যার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আজ আমার বাসার সামনে মব তৈরি করে হত্যার স্লোগান দেয়া হয়েছে।
তিনি বলেন, দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে।
তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক।’
তিনি আরও বলেন, ‘মৃত্যুকে আমি ভয় পাই না কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য আমি ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য?’
৫ আগস্টকে কালো শক্তি বলেননি দাবি করে পুরো বক্তব্য শোনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা। কোনো অন্যায় করলে এর জন্য ক্ষমা চাইতেও প্রস্তুত বলেও জানান তিনি। এসময় শোকজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এর জবাব তিনি তার দলকে দেবেন।