আর্জেন্টাইন স্কোয়াডে নেই ফার্নান্দেজ, নতুন চমক লোপেজ


২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে শেষ দুটি ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। স্কোয়াডে লিওনেল মেসির পাশাপাশি আছেন বেশ কিছু নতুন মুখ।
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা।
নতুন স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সিতে খেলবেন।
স্কোয়াডে নাম এসেছে নতুন দুই প্রতিভাবানের। ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী মিডফিল্ডার ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় দলের বাইরে থাকতে হচ্ছে পাওলো দিবালাকে।
এদিকে, দল থেকে বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, দমিনগেজ নিকো ও ভালেন্তিন বার্কো। তাদের জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। চোট কাটিয়ে কারবোনি প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন। আর লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে নেই এনজো ফার্নান্দেজ।
ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে।