সৌদি আরবে বিভিন্ন অপরাধে ২১ হাজার ৯৯৭ জন প্রবাসী গ্রেফতার


সৌদি আরবে ২১ হাজার ৯৯৭ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়েছে- আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৪৩৪ প্রবাসীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার প্রচেষ্টার অভিযোগে চার হাজার ৬৯৭ ও শ্রম-আইন লঙ্ঘনের জেরে আরও তিন হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় গ্রেফতার হন এক হাজার ৭৬৭ জন মানুষ। এদের মধ্যে ৬৪ শতাংশই ইথিওপিয়ার নাগরিক। পাশাপাশি ৩৫ শতাংশ ইয়েমেনি ও এক শতাংশ অন্যান্য দেশের নাগরিকও আছেন তাদের মধ্যে।
সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার সময় আরও ২৭ জনকে গ্রেফতার করা হয়। ওই প্রক্রিয়ায় পরিবহন ও অন্যান্য সহায়তা দেওয়ার দায়ে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবৈধ অনুপ্রবেশে যেকোনো ধরনের সহায়তা (পরিবহন বা আশ্রয়) দিলে অপরাধীকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ১০ লাখ সৌদি রিয়েল জরিমানা (দুই লাখ ৬৭ হাজার ডলার) এবং পরিবহন-সহায় সম্পত্তি জব্দের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।