বাংলাদেশে শুল্কমুক্ত আমদানির জেরে ভারতে বাড়লো চালের দাম


বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্তের পর ভারতে চালের দাম ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইকোনমিক টাইমস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সরকার সম্প্রতি ৫ লাখ টন চাল আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করার ঘোষণা দিলে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের বাজারে চাল রপ্তানিতে বেশি আগ্রহী হয়ে ওঠেন। এর ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়।
পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশসহ ভারতের দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীরা আগে থেকেই এই শুল্ক মওকুফের খবর জানতেন। তাই তারা শুল্ক মওকুফের ঘোষণার আগেই বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চাল মজুদ করে রেখেছিলেন। ফলে, ভারতের অভ্যন্তরীণ বাজারে চালের সংকট তৈরি হয় এবং মূল্য বৃদ্ধি পায়।
গ্রাহক পর্যায়ে স্বর্ণা চালের দাম ৩৪ রুপি থেকে বেড়ে ৩৯ রুপি এবং মিনিকেটের দাম ৪৯ রুপি থেকে বেড়ে ৫৫ রুপি হয়েছে। অন্যান্য জাতের চালের দামও বেড়েছে।
ভারতীয় চাল রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘রাইসভিলার’ প্রধান নির্বাহী কর্মকর্তা সুরজ আগরওয়াল বলেন, বুধবার দুপুরে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরপরই ভারত থেকে চালভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে।