ডোনাল্ড ট্রাম্পের নোবেল আকাঙ্ক্ষা: শুল্কের সাথে শান্তি পুরস্কার নিয়ে আলোচনায় ট্রাম্প!


বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ফোনালাপের একটি বড় অংশজুড়ে ছিল নোবেল শান্তি পুরস্কার পাওয়ার তার প্রবল আকাঙ্ক্ষা। নরওয়ের একটি দৈনিক পত্রিকার সূত্রে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, অসলোর রাস্তায় হাঁটতে হাঁটতে স্টলটেনবার্গ যখন ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলছিলেন, তখন ট্রাম্প প্রথমেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি তোলেন। এরপরই তিনি মূল আলোচ্য বিষয়, অর্থাৎ বাণিজ্য শুল্ক প্রসঙ্গে আসেন।
ট্রাম্প এর আগেও বারবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবি করেছেন। তার যুক্তি, ইসরায়েল, পাকিস্তান, কম্বোডিয়ার মতো বিভিন্ন দেশের শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে তার মধ্যস্থতাকারী ভূমিকা প্রশংসার দাবিদার। হোয়াইট হাউসের চারজন সাবেক প্রেসিডেন্টের মতো তিনিও এই সম্মান অর্জন করতে আগ্রহী।
রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে স্টলটেনবার্গ জানিয়েছেন, তাদের ফোনালাপ মূলত শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েই হয়েছিল। হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সেই কথোপকথনে যুক্ত ছিলেন। এর বেশি কোনো তথ্য জানাতে রাজি হননি তিনি। হোয়াইট হাউস এবং নরওয়েজিয়ান নোবেল কমিটি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
নরওয়ের ওই পত্রিকাটির তথ্য অনুযায়ী, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে ট্রাম্পের এর আগেও নোবেল প্রসঙ্গ নিয়ে কথা হয়েছে।
নরওয়ের পার্লামেন্ট কর্তৃক মনোনীত পাঁচ সদস্যের কমিটি নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করে।