সানিয়া চাঁদকের সাথে শচীনপুত্রের বাগদান সম্পন্ন


ভারতের ক্রিকেট মহারথী শচীন টেন্ডুলকারের পরিবারে নতুন সদস্য যোগ হতে চলেছে। বুধবার (১৩ আগস্ট) শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার বাগদান সেরেছেন সানিয়া চাঁদকের সঙ্গে।
বাগদানের আগে শচীন ও পরিবারের অন্যান্য সদস্যরা নিজ বাসভবনে পূজা করেন। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী অঞ্জলি, কন্যা সারা এবং ঘনিষ্ঠ আত্মীয়রা। পূজায় সানিয়াও ছিলেন, যার সঙ্গে সারার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সারা ক্যাপশনে লিখেছেন,’আমার সারাজীবনের বন্ধু।’ যা থেকে বোঝা যায়, দুই পরিবারের সন্তানদের মধ্যে আগে থেকেই ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছে।
সানিয়া মুম্বাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি, যার পরিবার হোটেল, রেস্তোরাঁ এবং দু’টি আইসক্রিম কোম্পানির মালিক। তবে জানা গেছে, রবি ঘাই ও সানিয়ার বাবা গৌরব ঘাইয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নয়।
শিক্ষাজীবনে সানিয়া ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে পড়াশোনা করেন এবং পরে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ব্যবসা ব্যবস্থাপনায় ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর ২০২০ সালে তিনি ‘মি. পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ নামে পোষা প্রাণী পরিচর্যা ব্যবসা শুরু করেন। সানিয়া পোষাপ্রাণীর যত্ন নেওয়া কাজে নিজের প্যাশন খুঁজে পেয়েছেন।
অর্জুন টেন্ডুলকারের অভিষেক হয় ২০২০-২১ মৌসুমে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া টি-২০ ক্রিকেটে। ২০২২-২৩ মৌসুমে গোয়ার হয়ে প্রথম-শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় শচীনপুত্রের। ১৭ লাল বলের ম্যাচে অর্জুন করেছেন ৫৩২ রান, একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি নিয়েছেন ৩৭টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ারে এখনও বড় সাফল্য না আসলেও ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন অর্জুন।