একান্তে কথা বলবেন ট্রাম্প-পুতিন, পরে যোগ দেবে প্রতিনিধিদল


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত বৈঠকটি আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওয়াশিংটন সময় বিকেল ৩টা ৩০ মিনিটে এই আলোচনা শুরু হবে। এই বৈঠকটি দুই দেশের সম্পর্ক এবং চলমান ইউক্রেন সংকটের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বৃহস্পতিবার জানিয়েছেন যে, বৈঠকের শুরুতে দুই নেতা কেবল দোভাষীদের উপস্থিতিতে ‘একান্ত’ আলোচনা করবেন। এরপর তাদের প্রতিনিধিদল নিয়ে বিস্তৃত আলোচনা ও কর্ম-প্রাতঃরাশ অনুষ্ঠিত হবে।
এই বৈঠকে রাশিয়ার প্রতিনিধিদলে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোউসোভ, অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ এবং রুশ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ।
ক্রেমলিন আরও জানিয়েছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় ‘ইউক্রেন সংকটের সমাধান’। এছাড়াও, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং বৈশ্বিক নিরাপত্তার মতো বিষয়গুলোও আলোচনায় আসবে। আলোচনা শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
উশাকভ জানিয়েছেন, বৈঠকের সময়সীমা আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, পুতিনই এই বৈঠকের অনুরোধ করেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠককে পুতিনের জন্য ‘ব্যক্তিগত বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা বিশ্ব পুতিনকে বর্জন করে আসছিল, তাই এই বৈঠককে তিনি পুতিনের আন্তর্জাতিক স্বীকৃতি পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দেখছেন।