ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের


ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
সম্প্রতি যুক্তরাজ্য জানিয়েছে, ইসরায়েল নির্দিষ্ট শর্ত পূরণে ব্যর্থ হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি এই পথে হাঁটবেন না। ট্রাম্পের মতে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা।
ডেভিড ল্যামির পাশে দাঁড়িয়ে জেডি ভ্যান্স বলেন, ‘যুক্তরাজ্য তাদের সিদ্ধান্ত নেবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সেখানে কার্যকর কোনো সরকার নেই, এই অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রকৃত অর্থ কী হবে, আমি তা জানি না।’