সময়ের জনমাধ্যম

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা, জল্পনায় টালিউড

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে ঘিরে ফের শুরু হয়েছে গুঞ্জন। এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত জীবন। সূত্রের দাবি, আসছে ডিসেম্বরেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।

২০২৪ সালের অক্টোবরে নিজের প্রেমের সম্পর্ক জনসমক্ষে আনেন মধুমিতা। দেবমাল্য পেশায় একজন ইঞ্জিনিয়ার, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যার বিশেষ কোনও সম্পর্ক নেই। এরপর থেকেই একাধিক সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন, খুব শিগগিরই তারা সাতপাকে বাঁধা পড়বেন।

সোশ্যাল মিডিয়াতেও একাধিকবার দেবমাল্যের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। কখনও পাহাড়ের কোলে একান্ত সময় কাটানোর দৃশ্য, কখনও আবার তাদের পোষ্যর সঙ্গে খুনসুটির মুহূর্ত উঠে এসেছে ইনস্টাগ্রামে।

যদিও বিয়ের দিনক্ষণ নিয়ে এখনো মুখ খোলেননি মধুমিতা। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, ইতোমধ্যেই বিয়ের শাড়ি ও গয়না চূড়ান্ত হয়ে গেছে। এক অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ে এবং ৭ ডিসেম্বর বৌভাতের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রীর তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, গত বছরের দুর্গাপূজার সপ্তমীতে দেবমাল্যের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেছিলেন মধুমিতা। ক্যাপশনে লিখেছিলেন ‘নতুন শুরু।’ তখন আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, “হ্যাঁ, প্রেম করছি। সম্পর্কটা একেবারেই নতুন। এখনই বিয়ের কথা ভাবিনি।”

তবে এখন পরিস্থিতি বদলেছে। বড় পর্দার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনকেও সমান গুরুত্ব দিতে চান অভিনেত্রী। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিতে। মধুমিতা দেবমাল্যর বিয়ে যদি সত্যিই হয়, তবে সেটি নিঃসন্দেহে টালিউডের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠবে। এখন শুধু ভক্তদের অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।