হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে সংশয় কাটেনি। চলতি বছরের জুন-জুলাইয়ে এটি চালু করার কথা বলা হয়েছিল। তবে নতুন করে বলা হয়েছে আগামী ডিসেম্বর মাসের কথা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া চলতি বছরের জুন-জুলাইয়ে তৃতীয় টার্মিনাল চালুর কথা বলেছিলেন। পরে অবশ্য জোর দিয়েই বলেছেন, যেকোনও মূল্যে ডিসেম্বরে চালু হবে তৃতীয় টার্মিনাল। তবে তার বদলির কারণে ডিসেম্বরেও টার্মিনালটি চালু হবে কিনা তা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এ পর্যন্ত টার্মিনালটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। ভবনের অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হলেও বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন, ক্যালিব্রেশন ও টেস্টিং বাকি রয়েছে। এছাড়াও টার্মিনালের পূর্বাংশের অবকাঠামোগত কাজ এখনও বাকি রয়েছে, যদিও এগুলো চলমান।
সবচেয়ে বড় কথা- টার্মিনাল পরিচালনার জন্য জাইকার সঙ্গে চুক্তি হওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত হয়নি। চুক্তি হলে এই টার্মিনাল পরিচালনার জন্য প্রায় ৬ হাজার জনবল নিয়োগ দেয়া হবে। প্রতিদিন চার শিফটে দিন-রাত ২৪ ঘণ্টা টার্মিনালটি সচল রাখবে এই জনবল। এর মধ্যে শুধু নিরাপত্তার জন্যই লাগবে প্রায় চার হাজার জনবল। বিশাল এই জনবলকে প্রশিক্ষিত করতেও সময় প্রয়োজন।

বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, তৃতীয় টার্মিনালটি চালুর বাধা কোথায় এখন কিংবা এটি চালু করতে কার্যকর কোনও পদক্ষেপ আদৌ নেওয়া হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সাবেক চেয়ারম্যান কয়েকবার পরিদর্শন করলেও চালুর ব্যাপারে একেক সময় একেকরকম কথা বলেছেন। তবে চলতি বছর এই টার্মিনাল চালুর আশা শূন্য। আগামী বছর কোন সময় চালু হতে পারে সেটিও নির্ধারিত না। সব মিলিয়ে টার্মিনালটি নিয়ে এক প্রকার লেজেগোবরে অবস্থা।
তারা বলছেন, আগের পিডি পরিবর্তন হয়েছে। নতুন পিডি নিয়োগ হয়েছে। ঘন ঘন পিডি পরিবর্তন একটি প্রজেক্টের জন্য ততটা মঙ্গলজনক নয়। তারা বলছেন, তৃতীয় টার্মিনালের প্রায় ৯৮ ভাগ কাজ শেষ। বাইরের কিছু অবকাঠামোগত উন্নয়ন বাকি। দ্রুতগতিতে এগিয়ে চলেছে সেই কাজ। এছাড়া অপারেশনাল কার্যক্রমের জন্য এখনও অনেক কিছু বাকি রয়েছে। সেই কাজগুলো চলতি বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপর বাকি থাকবে শুধু অপারেশনাল বিষয়। সেটি কর্তৃপক্ষ যখন ভালো মনে করবেন তখন চালু করবেন।

তৃতীয় টার্মিনাল কবে নাগাদ চালু হবে—এমন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, ‘আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনায় রেখে কাজ করছি। এখানে বিভিন্ন স্টেকহোল্ডার রয়েছে, যাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। সবার সমন্বিত প্রচেষ্টায় তৃতীয় টার্মিনালটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’