সময়ের জনমাধ্যম

নতুন চরিত্র আর পুরনো হাসি-কান্না নিয়ে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’

ব্যাচেলর ও তরুণ সমাজের জীবনযাপন, বন্ধুত্ব আর টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এবার পা রাখছে পঞ্চম সিজনে। ২০১৮ সালে যাত্রা শুরু করা এই সিরিজ সময়ের সঙ্গে হয়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় ও আলোচিত ধারাবাহিক। কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ বরাবরই তরুণ প্রজন্মের ভাষা, অনুভূতি আর সমস্যাগুলোকে ছোট পর্দায় তুলে ধরেছে।

নাটকটির পঞ্চম সিজন এবার টেলিভিশনের পাশাপাশি ইউটিউব ও ওটিটিতেও মুক্তি পাচ্ছে। ঈদুল আজহায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রথম মুক্তি পাওয়া এই সিজনের পর্বগুলো দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। নির্মাতার ভাষ্যমতে, মুক্তির প্রথম ২০ ঘণ্টায় গড় ওয়াচটাইম ৯৭ শতাংশ ছিল, যা দেশের ওটিটি জগতে উল্লেখযোগ্য অর্জন।

কেন জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’?

এই নাটকের জনপ্রিয়তার মূল কারণ হিসেবে নেটিজেনরা বলছেন, এতে জীবনের বাস্তব গল্প উঠে এসেছে। তরুণদের কথাবার্তা, হাস্যরস আর জীবনের টানাপোড়েন যেভাবে দেখানো হয়েছে, তা বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। কাবিলা, হাবু ভাই, পাশা, জাকিরসহ নানা চরিত্র দর্শকের কাছে হয়ে উঠেছে পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চরিত্রগুলোর সংলাপ, মজার দৃশ্য জায়গা করে নিয়েছে নানান ট্রেন্ডে।

তবে এর সমালোচকও কম নয়। অনেকেই মনে করেন, এই নাটক তরুণদের ভাষা ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। নির্মাতা কাজল আরেফিন অমি এসব সমালোচনা স্বাভাবিক বলেই মনে করেন। তার ভাষায়, ‘সব গল্প সবার ভালো লাগবে না। আমার গল্প আমি আমার মতো করেই বলি। যাদের ভালো লাগে, তারা দেখেন; যাদের লাগে না, তারা সমালোচনা করেন।’

নতুন সিজন, নতুন চমক

পঞ্চম সিজনে পুরনো চরিত্রগুলোর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন কিছু চরিত্র। এর মধ্যে ইশতিয়াক আহমেদ রোমেলের অভিনীত ‘মতলব’ চরিত্রটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আলোচিত। নির্মাতার মতে, নতুন সিজনে আরও নাটকীয়তা, আবেগ আর মজার ঘটনা যোগ করা হয়েছে।

ধারাবাহিকটি এবার প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে  প্রচারিত হবে। একই সঙ্গে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

এবারের গল্পেও থাকছে তরুণদের বন্ধুত্বের জটিলতা, প্রেমের টানাপোড়েন এবং জীবনযাপনের নানা চ্যালেঞ্জ। নির্মাতা জানালেন, আরও কিছু নতুন চরিত্র এই সিজনে দর্শকদের সামনে আসবে।

Reendex

Must see news