সময়ের জনমাধ্যম

ইসরায়েলি বাহিনীর অভিযানে ফিলিস্তিনি সাংবাদিক আটক

পশ্চিম তীরের বেথলেহেম শহরে বাড়িতে অভিযান চালিয়ে প্রবীণ ফিলিস্তিনি সাংবাদিক ড. নাসের আল-লাহহামকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার ভোরে চালানো এই অভিযানে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মালামাল ভাঙচুর করা হয় এবং কম্পিউটার ও মোবাইল জব্দ করা হয়।

৫৮ বছর বয়সী লাহহাম মান নিউজ এজেন্সির প্রধান সম্পাদক এবং আল-মায়াদিন টিভির ফিলিস্তিন কার্যালয়ের পরিচালক। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিন থেকে সাংবাদিকতা করে আসছেন।

আল-মায়াদিন টিভি এই অভিযানকে “নৃশংস ও দমনমূলক” বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তার বাড়িতে বিশৃঙ্খলা ছড়িয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে।

ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দিদের বিষয়ক কমিশন জানায়, তাকে ওফার সামরিক আদালতে পাঠানো হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত আটকাদেশ বাড়ানো হয়েছে।

কমিশন আরও জানায়, সাংবাদিকদের টার্গেট করে আটক এবং বিভিন্নভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীর নিকট ২২ জন ফিলিস্তিনি সাংবাদিক বিনা অভিযোগে আটক আছেন। সাংবাদিকরা কারাগারে পরিকল্পিত নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।

আরব ৪৮-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলি কারাগারে বর্তমানে ১০,৪০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে শতাধিক শিশু, নারী এবং গাজার বাসিন্দা রয়েছে। সাম্প্রতিক সময়ে কারাগারগুলোর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এবং বেশ কয়েকজন বন্দি মৃত্যুবরণ করেছেন। 

২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি বাহিনী সাংবাদিক ও গণমাধ্যমের ওপর দমন-পীড়ন আরও বাড়িয়েছে। এ পর্যন্ত গাজায় অন্তত ২২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধ এবং গাজায় প্রবেশ আন্তর্জাতিক গণমাধ্যমের নিষিদ্ধ করা হয়েছে।