জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের দাবিতে কর্মকর্তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান মঙ্গলবার মধ্যরাতের পর এই আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, কমিশনার জাকির হোসেন ২১ জুন ও ২৮ জুন দায়িত্বে অনুপস্থিত ছিলেন, সেসময় বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল, ফলে রাষ্ট্রের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
এনবিআর সূত্রে আরও জানা গেছে, কাঠামোগত সংস্কার ও বর্তমান এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
রাজস্ব প্রশাসনকে প্রশাসন ক্যাডারের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার অভিযোগ এনে এনবিআর কর্মকর্তারা গত কয়েক মাস ধরে এই ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিলেন। রোববার এনবিআরের সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে আন্দোলনরতদের কাজে যোগ দিতে কঠোর হুঁশিয়ারি দেয় সরকার। এরপর রাতেই তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহার করেন।
একইদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও সহ-সভাপতিসহ আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছয় নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তথ্যানুসন্ধানে নামে দুদক।