চলতি বছর মে মাসে ১৯ বছরের মধ্যে ওয়ানডে র্যাংকিংয়ে সবচেয়ে তলানিতে নেমে যায় বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় দশ নম্বরে। এই বেহাল দশা থেকে উত্তরণের সুযোগ এসেছে এবার। কলম্বোতে বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে র্যাঙ্কিংয়ে চারে থাকা শ্রীলঙ্কাকে এক ম্যাচ তে পারলেই উত্তরণ হবে টাইগারদের।
দশ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশ যদি সিরিজে কেবল একটি ম্যাচও জিতে তাহলে ৭৭ রেটিং পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে নয় নম্বরে উঠে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। আর দুই ম্যাচ জিতলে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা চার থেকে পাঁচে নেমে যাবে।
শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হোয়াইটওয়াশড করেও সিরিজ জেতে তাতেও নয় নম্বরেই থাকবে তারা। সেক্ষেত্রে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮৩। আটে ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কিছুটা কমবে।
এক সময় ওয়ানডেতে টাইগাররা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরেও উঠছিল, সাত নম্বরে ছিল একটা বড় সময়। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটেও বাকি দুই সংস্করণের মতো বাজে সময় কাটছে বাংলাদেশের। এবার সেই বিব্রতকর পরিস্থিতি থেকে উত্তরণের বড় সুযোগ। ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১২ বার হারিয়েছে বাংলাদেশ।