১৯৭০ সালে মুক্তি পাওয়া সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রদর্শিত হলো কান চলচ্চিত্র উৎসবে। ফিল্মফেয়ারের খবরে বলা হয়েছে, ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ৫৫ বছর পর আবার ঝকঝকে করে তোলা হয়েছে।
প্রথমবারের মতো কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন। ছবির নতুন সংস্করণটি তৈরি করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট।

এবার সিনেমাটির ফোর-কে সংস্করণ নিয়ে কানে উপস্থিত ছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’র দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গাড়োয়াল। প্রদর্শনীর দিন শর্মিলা সাথে ছিলেন তার মেয়ে সাবা পাতৌদি।
লালগালিচায় তাদের স্বাগত জানান সত্যজিৎ রায়ের বড় ভক্ত মার্কিন নির্মাতা ওয়েস অ্যান্ডারসন। বুনুয়েল থিয়েটারে প্রদর্শনীর পর দুই মিনিট দর্শকের স্ট্যান্ডিং ওবেশন পায় সিনেমাটি।
‘অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনী উপলক্ষে চলচ্চিত্রবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েস অ্যান্ডারসন বলেছেন, সত্যজিৎ রায়ের যেকোনো কিছুকে সযত্ন সংরক্ষণ করা উচিত। তবে প্রায় ভুলতে বসা ‘অরণ্যের দিনরাত্রি’ যেন এক বিশেষ রত্ন।
শর্মিলা ও সিমির সঙ্গে তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, পাহাড়ি সান্যাল প্রমুখ।