সময়ের জনমাধ্যম

ফের ‘কিং’ নিয়ে একসাথে আসছেন শাহরুখ-রানী

‘কিং’ সিনেমার অভিনয় শিল্পী নিয়ে আবারও চমক দেখিয়েছে প্রযোজনা সংস্থা। এই সিনেমায় শাহরুখ খানের সাথে অভিনয় করছেন রানী মুখার্জি। এর মধ্য দিয়ে ১৯ বছর পর সাড়া সাড়া জাগানো ‘রাহুল-টিনা জুটিক‘ একসঙ্গে পর্দায় দেখা যাবে। অবাক করা বিষয়- চিত্রনাট্য শোনা মাত্রই নাকি রাজি হয়ে যান রানি। এই সিনেমার জন্য তাকে পাঁচ দিন শ্যুটিং করতে হবে, তবে এটি হতে চলেছে একটি দীর্ঘ ক্যামিও চরিত্র।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, অ্যাকশন ও থ্রিলারে ভরপুর এই সিনেমা এরইমধ্যে চমকে দিয়েছে অভিনয়শিল্পী নির্বাচন দিয়ে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমায় মুল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। শাহরুখের মেয়ে সুহানা খানেরও বড় পর্দায় অভিষেক হচ্ছে ‘কিং’ দিয়ে।

শাহরুখ ও রানীর রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে নব্বই দশকের ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা দিয়ে। এছাড়া ‘চলতে চলতে’, ‘কাভি আলবিদা না কেহ না’সহ একাধিক সিনেমায় এই জুটি অভিনয় করেছেন।

এতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, খল নায়ক হিসেবে আসছেন অভিষেক বচ্চন এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও। সিনেমায় রানি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন, তবে দুজনেই ওই সিনেমায় অতিথি চরিত্রে কাজ করেছিলেন। পূর্ণদৈর্ঘ্য সিনেমায় শাহরুখ-রানির সর্বশেষ জুটি ছিল ‘কাভি আলবিদা না কেহ না’, যা মুক্তি পায় ২০০৭ সালে।

‘কিং’ সিনেমার সংলাপ লিখেছেন আব্বাস টায়ারওয়ালা। সংগীত পরিচালনায় থাকবেন দক্ষিণের পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর; যিনি ‘জওয়ান’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন।

চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন। ‘কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

দৃশ্যধারণের মূল কাজ ২০ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ভারত এবং ইউরোপের বিভিন্ন জায়গায় শুটিং শুরু করার পরিকল্পনা আছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতারা।

Reendex

Must see news