ভারতের টেস্ট ক্রিকেটে সম্প্রতি বড় ধরনের পরিবর্তন এসেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর দেশটির লাল বলের ক্রিকেটে নেতৃত্বের শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নতুন টেস্ট অধিনায়ক কে হবেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই পদের জন্য বিসিসিআইয়ের পছন্দের তালিকায় রয়েছেন তরুণ ওপেনার শুভমান গিল।
তবে, সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভাবনা ভিন্ন। তার মতে, ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী হলেন পেস তারকা জাসপ্রিত বুমরাহ। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন। তিনি রোহিত ও কোহলির একযোগে অবসর নেওয়ার প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না তারা (রোহিত ও কোহলি) একসঙ্গে অবসর নেবে। এটা ভারতের ক্রিকেটের একটা পরীক্ষার মুহূর্ত এবং আমি বলব এটাই গৌতম গম্ভীর যুগের সত্যিকারের সূচনা।’
বুমরাহকে অধিনায়কত্ব দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে অশ্বিন বলেন, ‘ইংল্যান্ড ট্যুরে একদমই নতুন একটা দল যাবে। একটা বদলে যাওয়া দল যেখানে সম্ভবত বুমরাই সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। সে নিশ্চিতভাবেই অধিনায়কত্বের জন্য একটা পছন্দ হতে পারেন। আমি মনে করি, সে অধিনায়ক হওয়ার দাবিদার, কিন্তু নির্বাচকরা শারীরিকভাবে অধিনায়কত্ব করার বিবেচনায় হয়ত কাউকে বেছে নেবে।’
অধিনায়কত্বের দৌড়ে একসময় জাসপ্রিত বুমরাহই এগিয়ে ছিলেন। অস্ট্রেলিয়ায় ভারতের সবশেষ সফরে রোহিত শর্মার ডেপুটি হিসেবেও দেখা গিয়েছিল তাকে। এমনকি সিরিজের প্রথম ও শেষ টেস্টে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন বুমরাহ। তবে, তার ইনজুরি প্রবণতা নির্বাচকদের ভাবাচ্ছে। অস্ট্রেলিয়ায় সিরিজের শেষ টেস্টে সিডনিতে ইনজুরিতে পড়ার পর প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে খেলতে পারেননি ভারতীয় স্পিডস্টার।
এই কারণে, টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতে বুমরাহ’র ওয়ার্কলোড ব্যবস্থাপনার উপর জোর দিতে চায়। এর অর্থ হলো, ভারতকে হয়তো কিছু নির্দিষ্ট টেস্টে তাকে ছাড়াই মাঠে নামতে হবে। এই পরিস্থিতিতে, নিয়মিত একাদশের খেলোয়াড় হিসেবে শুভমান গিলকেই টেস্ট অধিনায়কত্বের জন্য বেশি পছন্দ টিম ম্যানেজমেন্টের।