সময়ের জনমাধ্যম

ফের হৃদয় নাড়াবে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’

অবশেষে দর্শকদের জন্য নতুন রূপে ফিরছে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। দেড় বছর আগে কিংবদন্তি এই নির্মাতার পুত্র সন্দীপ রায় সিনেমাটির সংস্কারের ঘোষণা দেওয়ার পর সেই কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। সিনেমাটির ফোরকে সংস্করণের প্রিমিয়ার হতে যাচ্ছে অনুষ্ঠিতব্য ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে।

দ্য ফিল্ম ফাউন্ডেশনের ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট এই নতুন সংস্করণটি তৈরি করেছে। এই বিশেষ প্রদর্শনী উপলক্ষ্যে সিনেমার অভিনেত্রী শর্মিলা ঠাকুর, সিমি গাড়েওয়াল এবং প্রযোজক পূর্ণিমা দত্তসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেককে কানে আমন্ত্রণ জানানো হয়েছে।

সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস অবলম্বনে ১৯৭০ সালে একই নামে সিনেমাটি নির্মাণ করেন সত্যজিৎ রায়। সেই সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, শর্মিলা ঠাকুর, কাবেরী বসু, মিমি গঙ্গোপাধ্যায়সহ আরও বেশ কয়েকজন প্রতিভাবান শিল্পী অভিনয় করেছিলেন।

তবে, সিনেমাটির অধিকাংশ শিল্পীই আর বেঁচে নেই। গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পীদের মধ্যে বর্তমানে জীবিত আছেন কেবল শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ ১৯৬৮ সালে প্রকাশিত হওয়ার দুই বছর পর সত্যজিৎ রায় এই চিরায়ত সিনেমাটি নির্মাণ করেন, যা আজও চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে এক বিশেষ স্থান ধরে রেখেছে। কান চলচ্চিত্র উৎসবে এর ফোরকে সংস্করণের প্রিমিয়ার নিঃসন্দেহে সিনেমাটিকে নতুন প্রজন্মের হৃদয়ে আবারও জায়গা দেবে।

Reendex

Must see news