সময়ের জনমাধ্যম

কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, রবার্ট ডি নিরো পাচ্ছেন পাম দ’র

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে শুরু হতে যাচ্ছে আজ। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাংলাদেশি সময় রাত ১১টা ১৫ মিনিট) জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই বিশ্ব চলচ্চিত্রের মহাযজ্ঞের। কান সমুদ্রসৈকতে এরই মধ্যে ভিড় করেছেন বিশ্বজুড়ে সিনেমার অনুরাগীগণ। এই উৎসব চলবে আগামী ২৫ মে পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরোকে সম্মানজনক পাম দ’র পুরস্কার প্রদান করা হবে। এই স্বীকৃতি গ্রহণ করতে তিনি পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন। এবারের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে আমেলি বোনাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লিভ ওয়ান ডে’।

এবারের উৎসবে অফিসিয়াল সিলেকশনে মোট ২২টি পূর্ণদৈর্ঘ্য এবং ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্থান পেয়েছে। উৎসবের সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১২টি ছবি। আঁ সেঁর্তা রিগা বিভাগে ২০টি চলচ্চিত্র, প্রতিযোগিতার বাইরে ১২টি ছবি, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ১০টি এবং স্পেশাল সেশনস শাখায় ৯টি ছবি দেখানো হবে। কান ক্লাসিক সেশনে নির্বাচিত হয়েছে ৩০টি ছবি এবং লা সিনেফ শাখায় রয়েছে ১৬টি চলচ্চিত্র। তবে উল্লেখযোগ্যভাবে, গত এক যুগের মধ্যে এই প্রথম কোনো কোরিয়ান চলচ্চিত্র এবারের আসরে জায়গা করে নিতে পারেনি।

হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য এবারের কান উৎসব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মূল প্রতিযোগিতায় ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’ ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে, অভিনেত্রী হিসেবে পরিচিত স্কারলেট জোহানসন এবার পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তার নির্মিত প্রথম ছবি ‘এলিয়ানোর দ্য গ্রেট’ আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়েছে। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ক্যারিয়ারেও যোগ হলো নতুন মাইলফলক। তার অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমাটিও আঁ সার্তে রিগা বিভাগে প্রদর্শিত হবে।

বাংলাদেশের জন্য এবারের কান উৎসব আরও বেশি আনন্দের খবর নিয়ে এসেছে। আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে।

কান চলচ্চিত্র উৎসবের এই জমকালো আসরের দিকে এখন তাকিয়ে আছে গোটা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীরা। আগামী কয়েকদিনে বিশ্ব চলচ্চিত্রের নতুন নতুন সৃষ্টি ও তারকাদের মিলনমেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই।

Reendex

Must see news