সময়ের জনমাধ্যম

১৪০ কোটি ডলারের সমরাস্ত্র আরব আমিরাতের কাছে বিক্রি করবে যুক্তরাষ্ট্র

চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সফরের আগে দেশটির কাছে ১৪০ কোটি ডলারের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, সমরাস্ত্রের মধ্যে সামরিক উড়োজাহাজও রয়েছে।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর কর্মকর্তারা বলেন, উপসাগরীয় দেশটির কাছে যে অস্ত্রগুলো বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, তার মধ্যে ১৩২ কোটি ডলারে ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এটি সহায়ক হবে বলেও জানান তারা।

হেলিকপ্টারের পাশাপাশি, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির জন্য ১৩ কোটি ডলারের আরেকটি চুক্তিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন পেতে যাচ্ছে। তবে এই অস্ত্র বিক্রির প্রস্তাবে আপত্তি জানাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাতে ৩০ দিন সময় আছে।

ওই কর্মকর্তারা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এসব সম্পদ তাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগকালীন সহায়তা, মানবিক কার্যক্রম এবং সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহার করবে।’

পৃথক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে আরব আমিরাতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন সেই কর্মকর্তারা।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। সফরে তিনি ফিলিস্তিনের গাজা ও ইরান বিষয়েও আলোচনা করবেন। প্রতিরক্ষা ও বিমান চলাচল থেকে শুরু করে জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত বিভিন্ন খাতে সম্ভাব্য বড় ব্যবসায়িক চুক্তিও এ সফরের আলোচনায় থাকতে পারে বলে জানা যাচ্ছে।