মেজর লিগ সকারে আজ মিনোসোটা ইউনাইটেডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে মেসির ইন্টার মায়ামি। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর গত বছর দুয়েকের মধ্যে এত বড় ব্যবধানে হারেনি ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি। ২০২৩ সালের জুলাইয়ের পর এই প্রথম ৩ গোলের ব্যবধানে ম্যাচ হারল মায়ামি।
এই ম্যাচে মেসি শট নিয়েছেন পাঁচটি, গোলের সুযোগ তৈরি করেছেন চারবার। নিজেও গোল করেছেন একটি। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। তারপরও লিওনেল মেসির খারাপই লাগার কথা। কারণ দিনশেষে ম্যাচটা তো হেরেছে তাঁর দল।

মিনেসোটার মাঠে অনুষ্ঠিত ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না মেসির আক্রমণের সঙ্গী লুইস সুয়ারেজ। তবে আক্রমণভাগের চেয়েও মায়ামির অবস্থা নাজেহাল হয়েছে রক্ষণভাগ নিয়ে। ম্যাচের প্রথমার্ধেই হোলাগোয়ানে (৩২) ও মারকানিসের (৪৫+২) গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিনেসোটা। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে জর্দি আলবার বাড়ানো বল ধরে মায়ামিকে গোল এনে দেন মেসি। এটি তাঁর পেশাদার ক্যারিয়ারের ৮৬০তম গোল।তবে ৬৮তম মিনিটে মায়ামির আর্জেন্টাইন ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট নিজেদের জালে বল পাঠিয়ে দিলে আবার ২ গোলে পিছিয়ে যায় মেসিরা। ৭০তম মিনিটে রবিন মিনেসোটার চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত আর ব্যবধান কমানোর সুযোগ পায়নি মেসিরা।

তবে কোচ হাভিয়ের মাচেরানোর জন্য এর চেয়ে বড় শঙ্কার দিক নড়বড়ে রক্ষণ। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরেছে ইন্টার মায়ামি। হজম করেছে ১৪ গোল। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এখন ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে। আর ওয়েস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মিনেসোটা দুই নম্বরে।