সময়ের জনমাধ্যম

ইয়ামালের কাছে কোন মহাতারকারা হেরে যাবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে বার্সেলোনার শ্বাসরুদ্ধকর লড়াই! ৩-৩ গোলে ম্যাচ ড্র হলেও স্পটলাইটের আলো ছিলো একজনেরই উপরে।

লামিন ইয়ামাল! ১৮ বছর পূর্ণ না করা এক কিশোর, ইন্টার-বার্সা মহারণে দ্যুতি ছড়িয়েছেন। যখন বার্সা ২-০ গোলে পিছিয়ে, ঠিক তখনই ত্রাতা হিসেবে এলেন এই তরুণ তুর্কি।

২৪ মিনিটে একক প্রচেষ্টায় এক অসাধারণ গোল! শুধু বার্সাকে ম্যাচে ফেরানোই নয়, এই গোলে রিয়াল তারকা এমবাপ্পেকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোল স্কোরার বোনে গেলেন ইয়ামাল!

বিশ্বের তারকা ফুটবলাররাও ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ। তাকে নিয়ে ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ডের স্নাপচ্যাট পোস্টে ঝরলো মুগ্ধতা, “This guy is incredible.”

প্রতিপক্ষের অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনিও ইয়ামালের প্রশংসা করতে দ্বিধা করেননি। তিনি তো বলেই ফেললেন, “সে হয়তো এখন বিশ্বের সেরা উইঙ্গার। তাকে আটকাতে আমাদের দু-তিনজন লাগছে!”

শুধু রেকর্ড ভাঙাই নয়, অনেকেই ইয়ামালের সাথে তুলনা করছেন লিওনেল মেসির। ১৭ বছর বয়সে ইয়ামাল ক্লাব ও দেশের হয়ে খেলেছেন ১১৯টি সিনিয়র ম্যাচ! একই বয়সে মেসি খেলেছিলেন মাত্র ৭টি। ইয়ামালের ঝুলিতে ইতোমধ্যেই ১৫টি গোল এবং ২৪টি অ্যাসিস্ট!

তাকে হাতছানি দিচ্ছে আরেক ইতিহাস। বার্সেলোনা যদি চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জেতে, তাহলে ইয়ামাল হবেন কনিষ্ঠতম ট্রেবল জয়ী ফুটবলার! স্পেনের হয়ে আন্তর্জাতিক মঞ্চেও উজ্জ্বল এই তরুণ তুর্কি। ২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ১৯ ম্যাচে ৪ গোল করেছেন ইয়ামাল।

অনেকেই তাকে ভবিষ্যতের মেসি হিসেবে দেখছেন। টকস্পোর্টসের স্কট মিন্টো তো বলেই ফেলেছেন, “লামিন ইয়ামাল এমন খেলোয়াড়দের খারাপ দেখাচ্ছে, যারা নিজেরাই বিশ্বমানের। ওকে দেখলে মেসির কথা মনে পড়ে!”

১৮তম জন্মদিন আসতে এখনো আড়াই মাস বাকি। এর মধ্যেই লামিন ইয়ামাল যা অর্জন করেছেন, তা সত্যিই বিস্ময়কর। বার্সেলোনার সমর্থকেরা আবারও স্বর্ণ যুগের স্বপ্ন দেখছেন পেদ্রি, গাভি, ইয়ামালদের হাত ধরে।