সময়ের জনমাধ্যম

‘সিতারে জামিন পার’ নিয়ে আসছেন আমির

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার আমির খান। তার পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’ ইতোমধ্যেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জামিন পার’-এর স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে তৈরি সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।

সোমবার দুপুরে পোস্টার প্রকাশের সময় জানানো হয়েছে আগামী ২০ জুন ভারতজুড়ে মুক্তি পাবে ‘সিতারে জামিন পার’। নতুন পোস্টারে আমির খানের সঙ্গে দেখা গেছে ১০ জন নতুন অভিনেতাকে।

ছবিটি পরিচালনা করছেন আর এস প্রসন্ন, যিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ এবং স্বামী চিন্ময় আনন্দের বায়োপিক ‘অন আ কোয়েস্ট’ পরিচালনা করেছেন। ‘সিতারে জামিন পার’ সিনেমাটির গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন বিখ্যাত সংগীতত্রয় শঙ্কর-এহসান-লয়। চিত্রনাট্য লিখেছেন দিব্যনিধি শর্মা। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান, রবি ভাগচন্দকা এবং অপরণা পুরোহিত।

আমির খান প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরুশ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালী, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকরের।

ছবিতে আমির খানের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে অভিনেত্রী জেনেলিয়া দেশমুখকে। পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, এই ছবির মাধ্যমে দর্শকদের জন্য একটি বিশেষ কিছু আনতে চলেছেন আমির।

Reendex

Must see news