সময়ের জনমাধ্যম

রিয়াল ছাড়বেন আনচেলত্তি, যাবেন পেলের দেশে

অবশেষে গুঞ্জন সত্যি হলো! ইউরোপের খ্যাতনামা কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ডাগআউট ছেড়ে সেলেসাওদের দায়িত্ব নিতে যাচ্ছেন। বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ব্রাজিল জাতীয় দলের কোচের আসনে বসার আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের অপেক্ষায়।

বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে মৌখিক চুক্তিতে সম্মত হয়েছেন আনচেলত্তি। সিবিএফ চাইছে জুনের আগেই এই ইতালিয়ান কোচের নিয়োগ চূড়ান্ত করতে। এই সময়ে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর (৬ জুন) এবং প্যারাগুয়ের (১০ জুন) মুখোমুখি হবে।

এই সিদ্ধান্তের অর্থ দাঁড়ায়, চলতি মৌসুমের পরই রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। এমনকি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম বৃহৎ আসরেও তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে থাকছেন না। সিবিএফ শুরু থেকেই স্পষ্ট জানিয়েছিল যে তারা জুনের আগে নতুন কোচ নিয়োগে আগ্রহী, এবং সেই গুরুত্বপূর্ণ পদে বসতে চলেছেন ইউরোপের অন্যতম অভিজ্ঞ এবং সফল কোচ।

যদিও ২০২৩ সাল থেকেই আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এবার তা বাস্তবে রূপ নিচ্ছে। দরিভাল জুনিয়রের প্রস্থানের পর থেকেই আনচেলত্তি ছিলেন সিবিএফের প্রথম পছন্দ।

এই ইতালিয়ান কোচের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর থেকে অধরা ষষ্ঠ বিশ্বকাপ এনে দেওয়া। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর থেকেই নতুন করে ভবিষ্যৎ পরিকল্পনা শুরু হয়। এবার তারা সেই গুরুদায়িত্ব অর্পণ করছে এমন এক কোচের কাঁধে, যিনি এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি), বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোতে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

অন্যদিকে, আনচেলত্তির বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের সামনে এখনো লা লিগার বড় লড়াই বাকি। বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের হাতে রয়েছে আর মাত্র পাঁচটি ম্যাচ-প্রতিপক্ষ সেল্টা ভিগো, বার্সেলোনা, মায়োর্কা, সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ।