সময়ের জনমাধ্যম

হত্যাচেষ্টা মামলার জালে ঢাকাই তারকারা!

ঢাকাই চলচ্চিত্রের একঝাঁক পরিচিত মুখ—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা এবং জায়েদ খানসহ মোট সতেরোজন অভিনয়শিল্পীকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছর ২০২৪ সালে ঢাকায় জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে ভাটারা থানা এলাকায় কথিত হত্যাচেষ্টার ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরেই এই জনপ্রিয় তারকারা আইনি জটিলতায় পড়েছেন।

এই তালিকায় আরও বেশ কয়েকজন বর্ষীয়ান ও সম্মানিত শিল্পীও রয়েছেন। অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক এবং অভিনেতা আজিজুল হাকিমকেও এই মামলায় আসামি করা হয়েছে।

বাদী এনামুল হক ঢাকার সিএমএম আদালতে দায়ের করা অভিযোগে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সরকারের ২৮৩ জন ব্যক্তি, সেইসাথে আরও তিন-চারশ অজ্ঞাতনামা ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমন করার জন্য বিপুল অঙ্কের অর্থ যুগিয়েছিলেন।

ভাটারা থানার ওসি জানিয়েছেন, আইনি প্রক্রিয়া মেনেই এই মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় শিল্পী মহল এবং দর্শক সকলেই হতবাক।