ট্রেবল যেন হাতছানি দিচ্ছে কাতালানদের। ক্লাবের ইতিহাসে তৃতীয় ট্রেবল জয়ের পথে এগিয়ে চলেছে বার্সেলোনা। কোচ হ্যান্সি ফ্লিকের অতীত অভিজ্ঞতা- পাঁচ বছর আগে বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো- বার্সা সমর্থকদের মনে নতুন করে যে আশার সঞ্চার করছিল তা হয়তো বাস্তব রূপ পেতে চলেছে। যেখানে বার্সার আকাশ সম্ভাবনার আলোয় ঝলমলে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শিবিরে তখন মৌসুম শেষে শূন্য হাতে ঘরে ফেরার শঙ্কা!
চলতি বছরের শুরুতেই সৌদি আরবের মাটিতে রিয়াল মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে (৫-২ গোলে) স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে বার্সা। সেই সুখস্মৃতি বুকে নিয়ে গত শনিবার রাতে ফের এল ক্লাসিকো মহারণে রিয়ালকে ৩-২ গোলে পরাজিত করে কোপা দেল রে ট্রফিও নিজেদের করে নেয় কাতালানরা।

শুধু তাই নয়, লা লিগার পয়েন্ট টেবিলেও রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে হ্যান্সি ফ্লিকের দল। ইউরোপের মঞ্চেও বার্সার দাপট অব্যাহত; চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের তারা। অর্থাৎ, ঘরোয়া লিগ এবং ইউরোপের সেরার মুকুট- দুটোই এখন বার্সেলোনার হাতের নাগালে।
এ অবস্থায়, কাতালানদের ট্রেবলের সম্ভাবনা যত বাড়ছে, রিয়ালের ট্রফিশূন্য থাকার উদ্বেগও ততটাই ঘনীভূত হচ্ছে। তবে এসব জল্পনা-কল্পনাকে আপাতত পাত্তা দিচ্ছেন না রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। তার সমস্ত মনোযোগ এখন একমাত্র লা-লিগার দিকে, যেখানে এখনও শিরোপা জয়ের ক্ষীণ আশা টিকে আছে।
আগামী ১১ মে ফের এল ক্লাসিকো উত্তাপ ছড়াবে বার্সেলোনার ঘরের মাঠে। সেই মহারণই সম্ভবত নির্ধারণ করে দেবে লা লিগার এবারের চ্যাম্পিয়নের নাম। আপাতত সেই অগ্নিগর্ভ ম্যাচের দিকেই তাকিয়ে আনচেলত্তি। ম্যাচ হারের পর তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আমরা লড়াই করেছি এবং লা লিগায় বার্সেলোনার বিপক্ষে আসন্ন ম্যাচেও লড়াই করব। আজ যেমন করলাম, তেমন লড়াই আমরা করব। লিগ শিরোপার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”
দেখা যাক, বার্সেলোনার ট্রেবল-স্বপ্ন বাস্তবে রূপ নেয় কিনা। রিয়াল মাদ্রিদও লড়বে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাতে কোন সন্দেহ নেই। ফুটবলপ্রেমীদের চোখও এখন ১১ই মে এল ক্লাসিকোর দিকে নিবদ্ধ।