সময়ের জনমাধ্যম

অন‍্যায় আবদার না করার অনুরোধ করলেন পুলিশ প্রধান

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়, পুলিশের সব স্তরে দেওয়া সেই নির্দেশনা হয়েছে। তিনি আরও বলেছেন, মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ প্রধান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘মামলা মিথ‍্যা না, মামলা সত‍্যই। তবে আসামির সংখ্যা বাড়িয়ে দেওয়া—এই জায়গাটা আমরা বন্ধ করতে পারছি না। আইনেও এই সীমাবদ্ধতা আমাদের রয়েছে।’

আইজিপি বলেন, ৫ আগস্টের পর দেখা গেছে, অপরাধ হয়তো করেছেন পাঁচজন কি দশজন, কিন্তু অসৎ উদ্দেশ্যে, অর্থ আদায়ের জন‍্য, কাউকে হয়রানি করার জন‍্য, ভয় দেখিয়ে ৩০০ লোকের নামে মামলা দিয়ে দিয়েছে।

পুলিশ প্রধান আরও বলেন, ‘আমরা মামলা দিয়ে কাউকে হয়রানির জায়গাটা বন্ধ করতে চাই। এ জন্য আমিও অনেক সময় থানায় ফোন দিয়ে কথা বলছি।’ আসামি করে হয়রানি করা হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন তিনি।

আইজিপি বলেন, ‘দেশবাসীকে অনুরোধ, আমাদের ভুল–ত্রুটি ধরিয়ে দেন। তবে আমাদের কাছে যেন কোনো অন‍্যায় আবদার করা না হয়।’