পহেলগামে সন্ত্রাসী হামলা এবং সেই ঘটনা নিয়ে ভারতীয় প্রচারণার বিপরীতে প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারত সরকার। নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে জিও নিউজ রয়েছে বলে খবর প্রকাশ করেছে স্বয়ং জিও নিউজ।
ভারতের দাবি, এই ইউটিউব চ্যানেলগুলো ‘উসকানিমূলক ও সংবেদনশীল’ কনটেন্ট প্রচার করছিল, যা ভারতের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক হতে পারত।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক।
গত দুই দশকে বেসামরিক নাগরিকদের ওপর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। এই হামলার পর ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি ওঠে। নয়াদিল্লি বরাবরই এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে।
এই অভিযোগের জের ধরে পহেলগাম হামলার পরপরই ভারত ৬৫ বছর পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। এছাড়াও, পাকিস্তানের সঙ্গে বৃহত্তম সীমান্ত ক্রসিং বন্ধ এবং পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সেবাও স্থগিত করা হয়। ভারতের এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য এবং তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
এই পরিস্থিতিতে, গত শুক্রবার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান। পাকিস্তান এই প্রস্তাবকে স্বাগত জানালেও এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি ভারত। এর মধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে গোলাগুলি এবং ভারতীয় নৌবাহিনীর মহড়ার খবর সামনে এসেছে।
অন্যদিকে, সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর হঠাৎ করেই ঝিলম নদীতে জলপ্রবাহ বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে বন্যার আশঙ্কা করছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। তবে নদীতে পানির প্রবাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা।