পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের মারগেট এলাকায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হলে দেশটির প্যারামিলিটারি বাহিনী ‘ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি’র (এফসি) চারজন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন জওয়ান গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এফসি সদস্যরা যখন মারগেট এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন তাদের গাড়িটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এর শিকার হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন সুবেদার শাহজাদ আমিন, নায়েব সুবেদার আব্বাস, সিপাহী খলিল এবং সিপাহী জাহিদ। আহত ল্যান্স নায়েক জাফর, ল্যান্স নায়েক ফারুক ও সিপাহী খুররম সেলিমকে দ্রুত কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)-এ ভর্তি করা হয়েছে।
এই হামলার পর থেকেই পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজনদের ধরতে চালানো হচ্ছে ব্যাপক তল্লাশি অভিযান। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসবাদবিরোধী অভিযান জোরদার করেছে পাকিস্তান সরকার। এর ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছেন। হান্না উরাক থানার স্টেশন হাউস অফিসার নাভিদ আখতার জানিয়েছেন, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডকে লক্ষ্য করেই সম্ভবত এই হামলা চালানো হয়েছে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে দেশটিতে জঙ্গি হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ২০১৪ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। এছাড়া, গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তানের অবস্থান দ্বিতীয়, যা দেশটির ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির ইঙ্গিত দেয়। গত বছরের তুলনায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যাও ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোয়েটায় সংঘটিত এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি তার শোকবার্তায় নিহত এফসি সদস্যদের দেশ রক্ষায় তাদের অবদানের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধতা পুনর্ব্যক্ত করেছেন।
এই হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আরও সতর্ক অবস্থানে রয়েছে। তবে একের পর এক এমন হামলায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।